Ads

ভাষা হবে তোমারই বোলে

।। নূরুন্নাহার নীরু ।।

কবি তুমি উড়ে গেলে কোন অজানায়,

পথ রেখা এঁকে দিয়ে নীদ মোহনায়৷

এসেছিলে যুগ ক্ষণে চাঁদমুখ বেশে,

চলে গেলে ফের ক্যান মিছে ভালবেসে!

রাঙাহাসি চাঁদ ফালি রেখেছ এঁকে,

উছলায় চোখ দুটি নির্জনে থেকে৷

আরও পড়ুন-ইনফ্লুয়েঞ্জার আত্মকথন

ব্যাথার বেদন থেকে বিশের বাঁশি বাজে

বিদ্রোহী চেতনা জাগিয়েছ কাজে৷

বুঝে গেছি তবে কি চিরন্তন খেলা,

যেতে হবে সবারই ফেলে এ মেলা৷

মিশে আছো নিরন্তর চেতনার কোলে,

ভাষা হবে পৃথিবীর তোমারই বোলে৷

(কাজী নজরুলকে স্মরণ করে)

কবিঃ কবি ও গল্পকার

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা,গল্প,কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক!  আপনি আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন,“তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) ।আসুন আমরা বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই। আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন