ভাষা হবে তোমারই বোলে

।। নূরুন্নাহার নীরু ।। কবি তুমি উড়ে গেলে কোন অজানায়, পথ রেখা এঁকে দিয়ে নীদ মোহনায়৷ এসেছিলে যুগ ক্ষণে চাঁদমুখ বেশে, চলে গেলে ফের ক্যান মিছে ভালবেসে! রাঙাহাসি চাঁদ ফালি রেখেছ এঁকে, উছলায় চোখ দুটি নির্জনে থেকে৷ আরও পড়ুন-ইনফ্লুয়েঞ্জার আত্মকথন ব্যাথার বেদন থেকে বিশের বাঁশি বাজে বিদ্রোহী চেতনা জাগিয়েছ কাজে৷ বুঝে গেছি তবে কি চিরন্তন … Continue reading ভাষা হবে তোমারই বোলে