Ads

সুখসর্বস্ব-সর্বংসহা ।। শেখ ফাহমিদা নাজনীন

।। শেখ ফাহমিদা নাজনীন ।।

একদিন আমরাও,

স্বাধীন দেশের অধিবাসী হবার গৌরবে,

মাথা তুলে বাঁচতাম।

পূর্বপুরুষদের রেখে যাওয়া,

সেইসব আলোকোজ্জ্বল ইতিহাস,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে তার যাত্রা শুরু,

এরপর ঊনসত্তর, একাত্তর পেরিয়ে,

কি দুর্দান্ত প্রতাপে,

মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা দেশ।

ইতিহাস বইয়ের একটার পর একটা পাতা উল্টাতাম,

আর উত্তেজনায় হৃদপিন্ডটা লাফাতে থাকতো।

আমাদের পৌষ-পার্বণ ছিল,

দুটো ঈদ, শবে বরাত, শবে কদর,

ছিল জারি, সারি আর ভাটিয়ালি।

সারারাত জেগে কবি গানের লড়াই,

গ্রামে গ্রামে যাত্রাপালা।

আরও পড়ুন-

বরাদ্দকৃত।। শেখ ফাহমিদা নাজনীন

সেই সমস্ত আনন্দের মাঝেও,

আমরা ছিলাম মস্ত লাঠিয়াল,

রক্ত দিয়ে কিনে আনা

এই বিস্তৃত বদ্বীপের এক কণা মাটিও,

ছুঁয়ে দেখার সাহস কারো হয়নি কখনো।

আমরা ছিলাম বংশপরম্পরায় এক যোদ্ধা জাতি,

আমরা ছিলাম সাহসের সূতিকাগার।

অব্যাহত সুখে আমাদের মস্তিষ্কে মেদ জমে গেল,

অলস মস্তিষ্কে আসন পাতলো ইবলিশ।

আমরা পৌত্তলিকতা শিখলাম,

শিখলাম মানুষ হয়ে,

মানুষের পায়ে মাথা নত করার ভ্রান্ত আকিদা।

অতঃপর আমাদের বিভ্রান্তির সন্ধিক্ষণে,

ফেলানি ঝুলে রইলো কাঁটাতারে,

পদ্মা গেল শুকিয়ে,

তিস্তার বুকে রোদ্রের ঢেউ,

মসজিদ-মন্দিরে শুরু হলো অসহিষ্ণু দাঙ্গা।

আরও পড়ুন-

আমি স্বাধীনতা চেয়েছিলাম

আমাদের হাট দখল করে নিলো প্রতিবেশী ইজারাদার,

দ্রব্যমূল্য নির্ধারণ করল ভিনদেশী বণিক।

এই সমস্ত কিছুকে আমরা বন্ধুত্ব ভেবে নিলাম,

সেই সব সহিষ্ণুতার ফাঁকে,

নিজ দেশে পরবাসী হয়ে গেলাম নিজেদের অজান্তে।

এখন আর চিনতে পারি না নিজেকে,

কে আপন, কেবা পর, গুলিয়ে যায় সে হিসাব।

শুনেছি এদেশের বুকের উপর দিয়ে,

ভিনদেশী রেলগাড়ি দাপিয়ে বেড়াবে

তাদের খেয়ালখুশি মতো।

কি জানি, আমাদের রাজপ্রাসাদে,

দুদিন পরে কারা রাজ করবে?

দেশ যদি কথা বলতে পারতো,

যদি চিৎকার করে জানাতে পারতো অসহনীয় হাহাকার,

এতদিনে হয়তো অভিশাপে জর্জরিত করে দিত,

আমাদের সুখসর্বস্ব, সর্বংসহা আত্মাগুলিকে।

 

দৈনিক নয়া দিগন্ত থেকে আরও  পড়ুন-বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল চলাচলে লাভ কতটুকু

বিডি নিউজ টুয়েন্টি ফোর থেকে আরও পড়ুন- বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল চললে লাভ কতটুকু

 

কবিঃ  কবি  

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে  লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ  লেখা, গল্প, কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক!  আপনি আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ;  মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই ।  আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন